নিউজ ডেস্ক: করোনা মহামারী এবং লকডাউনের কারণে অটো সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিটি কাটিয়ে নতুন উদ্যোম নিয়ে নেমে পড়ল বাইক প্রস্তুতকারক সংস্থা Royal Enfield, Bajaj, TVS এবং CFMoto.
আসন্ন উৎসব মৌসুমের কথা মাথায় রেখে ভালো ব্যবসা পেতে এই তিন সংস্থা নতুন বাইক বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই সব কোম্পানির বাইক সেপ্টেম্বর ও অক্টোবর মাসে লঞ্চ করা হবে। কেমন হবে সেইসব বাইক? তাই খুঁজে নিয়ে এলাম আমরা৷ যাতে আপনার পছন্দের বাইকটি বেছে নিতে কোন সমস্যা না হয়।
New Royal Enfield Classic 350- ক্লাসিক 350 বাইকটি রয়েল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রিত বাইক। কোম্পানি আগামী সপ্তাহে এই বাইকের নেক্সট জেনারেশন মডেল লঞ্চ করতে চলেছে৷ এই বাইক কোম্পানি Meteor 350 এর 349cc এয়ার-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে৷ যা 20.4 Ps শক্তি এবং 27 Nm টর্ক উৎপন্ন করে।
New TVS Apache RR 310 – এই বাইকটি 2021 সালের প্রথম দিকে লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু কোনও কারণে কোম্পানি এই বাইকটি চালু করেননি। কিন্তু আসন্ন উৎসব মৌসুমে নতুন TVS Apache RR 310 বাইকটি চালু করতে চলেছে। এই বাইকে আপনি নতুন অ্যাডজাস্টেবল ফ্রন্ট সাসপেনশনসহ ইঞ্জিনে অনেক আপডেট পাবেন।
Royal Enfield 650 Cruiser- রয়্যাল এনফিল্ড উৎসবের মরসুমে RE cruiser বাইক রাজপথে আনতে চলেছে। এই বাইকে কোম্পানি 650cc পার্লেল টুইন ইঞ্জিন দিচ্ছে৷ যা 47.65ps শক্তি এবং 52Nm টর্ক উৎপন্ন করে।
Bajaj Pulsar 250F- বাজাজ এই বাইকে একটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন দেবে। যা 20.4hp শক্তি এবং 18.5Nm পিক টর্ক উৎপন্ন করে। একই সঙ্গে এই বাইকের শুরুর দাম এক লক্ষ টাকার একটু বেশি হতে পারে৷ এই বাইকটি KTM Duke 250, Suzuki Gixxer 250SF এর মতো বাইকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
CFMoto 650 GT – এই বাইকটি সম্প্রতি ভারতে পরীক্ষার সময় দেখা গিয়েছিল৷ এবার এই কোম্পানি শিগগিরই CFMoto 650 GT বাইক আত্মপ্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে। এই বাইকটি 649cc কুল্ড পেরোল টুইট ইঞ্জিন আছে৷ যা 62.54Ps শক্তি এবং 58.5 Nm টর্ক উৎপন্ন করে।