নিউজ ডেস্ক: লালবাজার গোয়েন্দাদের ফাঁদে ভুয়া পুলিশ ।পুলিশ সেজে প্রতারণার অভিযোগ ধৃত সুমন ভৌমিকের বিরুদ্ধে। সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে হরিদেবপুরের রাজদেও সিং নামের এক ব্যক্তির থেকে 48 লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে এই অভিযুক্ত বিরুদ্ধে । এই অভিযুক্ত প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার ছিল বলে জানা যাচ্ছে। এর আগে একটি প্রতারণার মামলায় তার নাম জড়ায় এবং তার সেই চাকরি চলে যায় বলে জানা যাচ্ছে। তারপরে সে ভুয়ো সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে আবারও প্রতারণা জাল বিস্তার করে।
প্রতারণার শিকার হওয়া হরিদেব পুরের রাজ দেও সিং নামের ব্যক্তি দ্বারস্থ হয় লালবাজারে। চারু মার্কেট থানাতেও একটি অভিযোগ দায়ের করেন। লাল বাজার তদন্তে নেমে সুমন ভৌমিক নামের ভুয়ো পুলিশ পরিচয় ব্যক্তি কে গ্রেফতার করে।