রাজ্যের বিভিন্ন জেলায় স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন জমা দেওয়ার শেষ দিন, এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন তার উল্লেখ রয়েছে এই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে ৩২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
https://www.wbhealth.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে।
১. শূন্যপদের বিবরণ
রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩ টি শূন্য পদে জেলা স্বাস্থ্য প্রোগ্রাম কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।
২. আবেদনের বয়সগত যোগ্যতা
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ২২ থেকে ৪৩ বছর। এসসি – এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা রাখা হয়েছে ২২ থেকে ৪৫ বছর।
৩. আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
১. সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সাইন্স বা MSW তে পোস্ট গ্যাজুয়েট হতে হবে।
২. স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে অ্যাডভান্স কম্পিউটার কোর্স থাকা প্রয়োজন।
৩. যেকোনো স্বাস্থ্য ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. আবেদনের ফি
সাধারণ ক্যান্ডিডেটদের জন্য ১০০ টাকা। অন্যদিকে এস টি, এস সি, এবং ওবিসিদের জন্য ৫০ টাকা।
৫. প্রার্থী নির্বাচন পদ্ধতি
১. লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে।
২. একাডেমিক স্কোর-এর জন্য থাকবে ১৫ নম্বর।
৩. অভিজ্ঞতার জন্য ৫ নম্বর।
৪. ইন্টারভিউ হবে ১০ নম্বরে।
৬. আবেদনের সময়সীমা
রেজিস্ট্রেশন ও আবেদন জমা দেওয়া শুরু হয়েছে ১ জুলাই ২০২১ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৫ ই জুলাই ২০২১। তবে রেজিস্ট্রেশন ১০ ই জুলাই এর মধ্যে করিয়ে নিতে হবে।