10.5 C
London
Thursday, March 23, 2023
Homeবায়োস্কোপKajal Agarwal: অভিনেত্রী কাজল 'মা' হচ্ছেন!

Latest Posts

Kajal Agarwal: অভিনেত্রী কাজল ‘মা’ হচ্ছেন!

- Advertisement -

নতুন বছরের শুরুতেই অভিনেত্রী কাজল আগরওয়ালের (Kajal Agarwal) ঘরে খুশির হাওয়া। তাঁর স্বামী গৌতম কিচলু স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় । আপাতত অভিনেত্রী শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ।

বছরের শুরুতেই ইনস্টাগ্রামে গৌতম কিচলু শেয়ার করেন কাজল আগরওয়ালের ছবি। ক্যাপশনে একজন অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি দেন তিনি। আর ওই ইমোজি দেখেই দু’য়ে দু’য়ে চার করেছেন নেটিজেনরা। ২০২০ সালে অভিনেত্রী কাজল আগরওয়ালের সঙ্গে মুম্বইয়ে ব্যবসায়ী গৌতম কিচলুর চারহাত এক হয়।

- Advertisement -

কোভিডকালে বিয়ের আয়োজনে কিছুটা কাটছাঁট করা হয়। তাই তিনি বিয়ে সারেন কাছের মানুষজনদের নিয়েই। তবে ভার্চুয়ালি অনুরাগীদের সঙ্গে কাজল শেয়ার করেছিলেন বিয়ের প্রায় প্রত্যেক মুহূর্তই। মাসদুয়েক আগেই কাজল ও গৌতম বিবাহবার্ষিকী পালন করেন।

কমল হাসানের ছবি ‘ইন্ডিয়ান ২’ এবং নাগার্জুনের ‘দ্য গোস্ট’ ছবির মুখ্য চরিত্র থেকে সরে আসেন তিনি। তারপর থেকেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল কাজল আগরওয়ালের মা হওয়ার গুঞ্জন। আর সেই জল্পনায় সিলমোহর দিয়ে বিয়ের এক বছরের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রীর স্বামী গৌতম।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss