14.8 C
London
Thursday, March 23, 2023
Homeবায়োস্কোপদয়া করে আমাকে কাজ দিন, করুন আর্তি সলমন-আমিতাভের সহ-অভিনেতার

Latest Posts

দয়া করে আমাকে কাজ দিন, করুন আর্তি সলমন-আমিতাভের সহ-অভিনেতার

- Advertisement -

এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বলিউডে। সলমন খান এবং অমিতাভ বচ্ছনের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন বাবা খান। কিন্তু করোনা অতিমারিতে বদলে গিয়েছে সব কিছু। লকডাউনে সবকিছু খুয়িয়ে সর্বস্বান্ত বাবা। এক সময় বিগ বস-এর জল্লাদ হিসেবে বেশ নামডাক হয়েছিলো তাঁর। খবরের শিরনামেও এসেছিলেন এই অভিনেতা। তবে বলিউডের একাধিক প্রতিভাদের সঙ্গে পাল্লা দিয়ে বেশি দূর পারি দিতে পারেনি।

এক সময় বডিগার্ড, ওয়ান্টেড, বীর, জানেমন-এর মতো ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেছিলেন বাবা। অমিতাভ বচ্ছনের ডিপার্টমেন্ট ছবিতেও তাকে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে বর্তমান পরিস্থিতি অন্য কথা বলছে। এতো বছর ধরে একাধিক ছবিতে কাজ করেও বর্তমানে কর্মহীন বাবা খান। চারিদিকে পাগলের মতো কাজ খুঁজে বেরাছেন। কিন্তু মিলছে না কোনও সুরাহা।

- Advertisement -

bollywood

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এক সময় প্রচুর কাজ করেছিলাম। কিন্তু লকডাউনের পর থেকে আর কাজ পাচ্ছি না। প্রতিদিনই কাজ খুঁজতে বেরছি, তবে প্রতিবারই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে’। পেশাগত জীবনের শুরু থেকে বরাবরই নেতিবাচক চরিত্রে অভিনয় করে এসেছেন তিনি। এর ফলেই হয়তো অন্য কোনও চরিত্রে সুযোগ পাচ্ছেন না, এমনই মত বাবার। তিনি আরও বলেন ‘সব পরিচালক, প্রযোজক, কাস্টিং পরিচালকদের আমি অনুরোধ করছি, তারা যাতে আমাকে কাজ দেন। যে কোনও চরিত্র হলেই চলবে। আমার আর কিছু চাই না’। একাধিক বার সংবাদমাধ্যমের কাছে এই করুন আর্তি করে চলেছেন বাবা খান।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss