Forbes: এশিয়ার সেরা সুন্দরীর তালিকায় ছিল পরীমনি

455
parimani

নিউজ ডেস্ক: আমেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তালিকায় ছিল বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী-মডেল পরীমনি৷ ২০২০ সালে এশিয়ার ডিজিটাল তারকাদের তালিকায় উঠেছিল এই অভিনেত্রীর নাম৷ সেখানে বলিউডের খ্যাতনামা অনেক তারকা ও সংগীত শিল্পীর পাশাপাশি ছিল বাংলাদেশি অভিনেত্রী পরীমনিও৷ তালিকার শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়ার মেয়েদের ব্যান্ড ‘ব্ল্যাক পিঙ্ক’৷ প্রকাশিত ওই তালিকায় পরীমনি সম্পর্কে লেখা হয়েছিল, ‘‘ফেসবুকে প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে পরীমনির৷’’ তার আসল নাম শামসুন্নাহার স্মৃতি৷

Pori Moni only Bangladeshi on Forbes Asia's Stars' list

সোস্যাল নেটওয়ার্ক তারকাদের শক্তিশালী উপস্থিতি পর্দা ও মঞ্চে তাদের আরও জনপ্রিয় করে তুলেছে৷ এছাড়া করোনা সংকটের মধ্যেও এই তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, অনুরাগী ও ফলোয়ারদের সচেতন ও আশাবাদী হতে সাহায্য করেছেন৷

২০১৯ সালে ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সিজেএফবি পারফর্ম্যান্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হিসেবে সমালোচক পুরস্কার পান পরীমনি৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মাণাধীন একটি চলচিত্রসহ বেশ কিছু ছবিতে কাজ করছেন৷

Pori Moni only Bangladeshi on Forbes Asia's Stars' list

মুক্তির আগে ২৩টি চলচিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই বাংলাদেশি অভিনেত্রী৷ ছবি মুক্তির আগেই সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা৷ ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর৷

মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন পরীমনি৷ এছাড়া পরে টিভি নাটকেও অভিনয় করেছেন৷
জন্ম ১৯৯২ সালে সাতক্ষীরায়৷ ছোটবেলায় বাবা-মাকে হারানো পরীমনি বড় হয়েছেন তাঁর নানার কাছে৷ সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ছাত্রী ছিলেন৷ তবে পরীক্ষা দেননি৷