জাহ্নবী কাপুর মানেই স্টাইল স্টেটমেন্টে ঝড়। সদ্য একাধিক কারণ বশত খবরের শিরোনামে নিত্য আনাগোনা শ্রীকন্যার। সারা আলি খানের সঙ্গে ট্রিপ থেকে শুরু করে তাঁদের সমধ্যে থাকা সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুলতেই নয়া গসিপ সৃষ্টি। ছোট থেকে সারা ও জাহ্নবী একে অন্যকে চিনতেন। বন্ধুত্বও তাঁদের মধ্যে বেশ গভীর। কিন্তু বিটাউনে এই খবর খুব একটা ছড়ায়নি কয়েকদিন আগে পর্যন্ত। এবার দুই বন্ধু মিলে কেদারনাথ ট্রিপে গিয়ে ছবি দিতেই মুহূর্তে তা ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ার পাতায়
View this post on Instagram
জাহ্নবী বরাবরই ঘুরতে ভিষণ পছন্দ করেন। তিনি মাঝে মধ্যেই কাজের ফাঁকে খানিকটা ছুটি নিয়ে বেরিয়ে পড়েন বিদেশ বিভূঁইয়ে। এবার তাঁর ডেস্টিনেশন দুবাই। সেখানে গিয়েই একতের পর এক ছবি শেয়ার করছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। হাতে একাধিক কাজ, তারই মাঝে খানিক ছুটির স্বাদ নিতে বোন ও বন্ধুর সঙ্গে দুবাইতে উড়ে গেলেন তিনি।
View this post on Instagram
সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন একাধিক ছবি, শেয়ার করে নিলেন ফান মোমেন্ট। মরুভূমির মাঝে বাইক নিয়ে বোল্ড ফোটোশ্যুট। দেখতে দেখতে সন্ধ্যে গড়িয়ে আসে। ঝড়ের গতীতে এই ছবি ছড়িয়ে পড়ে সকলের হাতে হাতে। কয়েকদিন আগেই জন্মদিনের পার্টিতে সেজে উঠেছিল জাহ্নবীর ইনস্টাগ্রাম, এবার সেই ছবিকে ছাপিয়ে গেল নয়া লুক। ধড়ক ছবির জাহ্নবী এখন অতীত। বিটাউনে এখন সর্বত্রই পাপরাজিৎ-দের তোলা ছবিতে তিনি বোল্ড বিউটি। জাহ্নবী কাপুর ভীষণ ঘুরতে পছন্দ করেন। আর সেই সুবাদেই একাধিক ট্রিপে তাঁদের দেখা যায় বছরভোর।
কেদারনাথ দর্শণের কয়েকমাস আগেই তিনি পৌঁছে গিয়েছিলেন মলদ্বীপ। সেখান থেকেই একাধিক বিকিনি লুকে ছবি শেয়ার করেছিলেন জাহ্নবী। হটনেসের ঝড়ে কাবু করেছিলেন ভক্তমহলকে। খুশির সঙ্গেই এখন কাটছে সময় ফিরে এসেই পাইপলাইনে থাকা একাধিক ছবির কাজে হাত দেবেন তিনি।