""
Friday, October 7, 2022
Homeবায়োস্কোপকরিশ্মার ঠোঁটে ঠোঁট রেখে টানা তিনদিন চুমু আমিরের

Latest Posts

করিশ্মার ঠোঁটে ঠোঁট রেখে টানা তিনদিন চুমু আমিরের

- Advertisement -

করিশ্মা কাপুর, একসময় বলিউড যিনি দাপিয়ে বেড়িয়েছেন, সেই হট কুইনের স্মৃতিতেই পরতে পরতে জড়িয়ে রয়েছে নানা ওঠা পড়ার গল্প। সম্পর্কের জালে বহুবার জড়িয়েছেন করিশ্মা কাপুর। তবে বেশ কিছু গল্প তাঁর জীবনে এমনও গজিয়ে উঠেছিল, যার জের আজও তাঁর স্মৃতিতে তরতাজা। 

সালটা ১৯৯৬। তখন দর্শকমহলের ছবির থেকে চাহিদা ছিল ভিন্ন। ঘরোয়া, রোম্যান্টি, কিংবা পারিবারিক মেলোড্রামা, এমন ছবিতেই সহজ ছিল তাঁরা। এমনই সময় মুক্তি পেয়েছিল রাজা হিন্দুস্তানি ছবিটি। যা সকলে নাড়া দিয়ে গিয়েছিল। আমির খান ও করিশ্মা কপুরে এক বৃষ্টি ভেজা দিনে চুম্বনের দৃশ্য। মুহূর্তে তা ছড়িয়ে পড়েছিল সকলের মুখে মুখে। সৃষ্টি করেছিল বিতর্ক। 

- Advertisement -

karishma

কেমন ছিল সেই চুম্বনের অভিজ্ঞতা! এবার প্রকাশ্যে সেই কথা জানালেন খোদ করিশ্মা কাপুর। টানা তিন দিন ধরে শ্যুটিং চলেছিল এই পর্বের। একের পর এক টেক, শট কিছুতেই মনের মত হচ্ছিল পরিচালকের। সেই দৃশ্যে শ্যুট করা ছিল বিস্তর কষ্টের। উটিতে টানা তিনদিন ধরে চলতে থাকে এই শ্যুটিং। মাসটা ছিল ফেব্রুয়ারি। গায়ের মধ্যে জল পাশাপাশি সামনে থেকে আসা ঠাণ্ডা পাখার হাওয়া। শীতে জমে গিয়েছিলেন তাঁরা দুজনে। 

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss