বুধবার সকালেই নেমে আসে শোকের ছায়া। প্রয়াত বলিউডের সুপারস্টার, কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। কয়েকদিন আগেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লড়াই করেছিলেন মৃত্যুর সঙ্গে। গত কয়েকবছরে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি।
ডাক্তার ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিনের মধ্যে দিলীপ কুমারকে ছেড়ে দেওয়া হবে। তিনি ভালো আছেন। কিন্তু শেষ রক্ষা হল না। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন প্রবীন সুপারস্টার।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। খবর ছড়িয়ে পড়া মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে।
প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী। সিনেদুনিয়ায় বলিউড থেকে টলিউড, সকলেই একযোগে শোকবার্তা শেয়ার করে সোশ্যাল মিডিয়ার পাতায়। পরিবারের তরফ থেকেও জারি করা হয়েছে স্টেটমেন্ট। দিলীপ কুমারের প্রোফাইল থেকে হওয়া শেষ টুইট।