Didi No.1 এর মঞ্চে একসঙ্গে নচিকেতা,সুরজিৎ, রূপঙ্কর

#Nachiketa বায়োস্কোপ ডেস্ক: গানের টানে,আড্ডা ও ফানে ‘দিদি নম্বার ওয়ান’ (Didi No.1) এর পুরস্কার উঠবে কার হাতে! ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চ এই সপ্তাহান্ত হতে…

Nachiketa Surojit Rupankar will be sen together at Didi no 1

#Nachiketa
বায়োস্কোপ ডেস্ক: গানের টানে,আড্ডা ও ফানে ‘দিদি নম্বার ওয়ান’ (Didi No.1) এর পুরস্কার উঠবে কার হাতে!
‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চ এই সপ্তাহান্ত হতে চলেছে দারুণ সঙ্গীতমুখর। গানে গানে জনপ্রিয় সংগীতশিল্পীদের সঙ্গে জমবে আড্ডা। কারণ আজ ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে প্রতিযোগীদের সঙ্গে থাকছেন নব্বইয়ের নস্টালজিয়ায় যার গলায় বারবার জীবন্ত হয়ে ওঠে অর্থাৎ নচিকেতা, বারান্দায় রোদ্দুর এলে যার কথা বারবার মনে পড়ে সুরজিৎ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর। আজ শিক্ষক দিবস স্পেশাল দিদি নাম্বার ওয়ান এর এপিসোডে গুরু শিষ্য আড্ডায় দারুণ ধামাকা। কখনো আবেগঘন আবার কখনো নেহাত ‘ফান’-টাস্টিক মুডেই দর্শক পেতে চলেছেন শ্রুতিমধুর বিভিন্ন গানের নেপথ্য কন্ঠের নায়ক নায়িকাদের। ‘গান-গম্যি’ দিয়ে বাজিমাত করবেন কে তা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।

ছবিঘরে দেখুন অনুষ্ঠানের এক ঝলক