নেপোটিজম নিয়ে একাধিকবার বিতর্কের তুঙ্গে উঠে এসেছে করণ জোহারের নাম। একের পর এক সেলেবকে তোপ দাগা তাঁর এক কথায় অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বলাই চলে, কফি উইফ করণ নিয়ে এমনই জল্পনা নেট মহলে। বহু সেলেব এই তীব্র সমালোচনা করে জানিয়েছিলেন, সেখানে কেবলই বিভিন্ন সেলেবদের হাঁড়ির খবর নিয়ে গসিপ করা হয়।
যদিও তা মানতে নারাজ করণ। তিনি সাফ কথা বলতে কখনও পিছু পা হন না। ভালো মানে ভালো, করণের না পোশালেই সে খারাপ। এটাই সম্পর্কের ভিত। মানুষকে এক ঝলক দেখেই করণ মন্তব্য করে বসেন। যদিও বেশ কিছু ক্ষেত্রে তাঁকে পস্তাতেই দেখা গিয়েছে।
করণ জোহার প্রতিটা মুহূর্তে সেলেব স্টার কিডদের লঞ্চ করে চলেছেন। তবে ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা মানুষদের কতটা সুযোগ দিয়ে থাকেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা রানাওয়াতও। তবে এবার করণের হার চোখের সামনে। তাঁর আমাগী ছবিতে অভিনয় করতে চলেছেন রণবীর সিং। বিপরীতে আলিয়া ভাট। এক সময় এই রণবীরই ব্যান্ড বাজা বারাতের পোস্টার দেখে বলেছিলেন, কে দেখবে এই ছবি! আর আজ সেই স্টারের সঙ্গে বাঁধলেন জুটি।