""
Friday, October 7, 2022
Homeবায়োস্কোপপ্রতিদিন ২০ টা সিগারেট খেতে বাধ্য হয়েছিলেন শাহিদ, কেন জানেন

Latest Posts

প্রতিদিন ২০ টা সিগারেট খেতে বাধ্য হয়েছিলেন শাহিদ, কেন জানেন

- Advertisement -

সেলেব মানেই শরীর নিয়ে সচেতনতা তুঙ্গে। এক কথায় বলতে গেলে হিট ও ফিট বডি ধরে রাখার জন্য সেলেব মহল, যে কোনও মাত্রায় কড়া ডায়েট ফলো করতে প্রস্তুত। পর্দায় তাঁদের উপস্থাপনাতে যেন কোনও খামতি না থাকে, আইক্যুন হিসেবে পরিচিত ফিগার নিয়ে যাতে দীর্ঘদিন ব্যাটিং করতে পারেন, সেই দিকে নজর থাকে সারাক্ষণ।

তবে সেই ছক ভেঙে দিনে ২০ টা সিগারেট খেতেন শাহিদ কাপুর! কেন! এমন কি সখ করেও নয়, একপ্রকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া, এর পেছনে থাকা রহস্যটা কি জানেন! তা হল ছবির শ্যুটিং। কবীর সিং, শাহিদের জীবনে এক বড় অধ্যায়। সেই ছবির শ্যুটিং-এর জন্যই শাহিদকে প্রতিদিন খেতে হত ২০ টা করে সিগারেট। কবীর সিং-এর চরিত্রটাই ছিল এমন, যাঁর ঠোঁটের গোড়ায় প্রতিটা মুহূর্তে ছিল সিগারেট, হাতে ছিল মদ, আর তা ফুঁটিয়ে তুলতেই এই পরিস্থিতি। 

- Advertisement -

shahid

তখন শাহিদ রীতিমত নিজেকে নিয়ে ছিলেন সতর্ক। তাই বাড়ি ফিরে বাচ্চার কাছে যাওয়ার আগে তিনি টানা ২ ঘন্টা ধরে স্নান করতেন। তবে সেই কষ্ট তাঁর সার্থক। ঝুঁকি যেমন নিয়েছিলেন, তেমনই ঝুঁকি সামলে হয়ে উঠেছিলেন ব্লকবাস্টার সুপারস্টার। ভাগ্য ফিরিয়েছিল এই ছবিই। যা এখনও ভক্তদের মনে তরতাজা। 

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss