বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে রোহিত সেন নামেই অধিক পরিচিত টোটা রায়চৌধুরী। বেশ কিছু বাংলা সিনেমায় তার অভিনয় দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। তবে এবার পাড়ি বলিউডে। কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও সুজয় ঘোষ এবং প্রদীপ সরকারের পরিচালনায় বলিউডে কাজ করেছেন টোটা। তবে এবারে বড় প্রযোজনা সংস্থার ব্যানারে করণ জোহরের সিনেমায় অভিনয় করতে দেখা যাবে টোটাকে।
সূত্রের খবর অনুযায়ী করণ জোহরের পরবর্তী সিনেমা ‘রকি আওর রানি কী প্রেম কাহিনি’ তে অভিনয় করতে দেখা যাবে তাকে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর এবং আলিয়া। সিনেমায় টোটার চরিত্র নেহাতি ছোট নয়, বরং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ফলত এখন থেকেই বেশ কয়েকবার মুম্বইতে পাড়ি দিয়েছেন ছোট পর্দার রোহিত সেন। আগামী সেপ্টেম্বর থেকেই এই সিনেমার শুটিং শুরু হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন টোটা। এই ছবির কারণে বেশ কিছুদিন টোটাকে মুম্বই থাকতে হবে। তাই এখন আপাতত কোনও বাংলা সিনেমায় হাত দিচ্ছেন না তিনি।
এখন প্রশ্ন হলো কীভাবে টোটা এতো বড় একটা সুযোগ পেলেন। এর প্রধান কারণ হল নেটফ্লিক্স-এ মুক্তি পাওয়া ‘অনকহি’ ছিবিতে টোটার দুর্দান্ত অভিনয়। টোটার এই অভিনয় দেখে করণ জোহর তাকে ‘রকি আওর রানি কী প্রেম কাহিনি’ ছবির অডিশনের জন্য ডেকে পাঠান। অডিশনে টোটার অভিনয় করণ এবং তার টিমের সবাইকে মুগ্ধ করে। এরপরই টোটাকে করণ সিনেমার জন্য সই করিয়ে নেন।