বুধবার ভারতীয় চলচ্চিত্র জগতের এক শোকবিজরিত দিন। এদিন সকালেই উঠে আসে দিলীপ কুমারের মৃত্যু সংবাদ। শোকে ভাসে গোটা দেশ। কিন্তু দিলীপ কুমারের মৃত্যু সংবাদ সবার আগে সামনে আসে কীভাবে! আজব কাণ্ড, খোদ দিলীপ কুমারই দিলেন দিলীপ কুমারের মৃত্যু সংবাদ! মুহূর্তে ভাইরাল পোস্ট।
বিষয়টা ঠিক কেমন, দিলীপ কুমারের সোশ্যাল পাতায় ভক্তেদর সংখ্যা বিপুল। বেশ কিছুদিন ধরে শরীরস্বাস্থ্য ভালো ছিল না অভিনেতার। তাই সব আপডেট খবর পেতে সকলেই চোখ রেখে চলেছিল প্রবীণ স্টারের সোশ্যাল পাতায়। তবে বুধবার সকালে হঠাৎই চকমে ওঠা। দিলীপ কুমারের প্রোফাইলেই শেয়ার হল মৃত্যু সংবাদ! না, এই পোস্ট অভিনেতা প্রয়াণের বেশ কিছুটা সময় পর করা। খবর চটজলদি যাতে সকলের কাছে পৌঁছে যায় তাই পরিবারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ফইজল ফারুক এদিন সকাল আটটা নাগাদ লেখেন, দুঃখের সঙ্গে জানানো হচ্ছে প্রবীণ অভিনেতা দিলীপ কুমার আমাদের মধ্যে আর নেই। কয়েক মিনিট আগেই তিনি চিরনিদ্রায় মগ্ন হয়েছেন। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে নেট দুনিয়ায়।