রাজ্যসভায় বক্তব্য রাখার মাঝে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকারকে খোঁচা দিয়ে বলেন, ‘মনে হয় কাল রেগে ছিলেন, তাই গতকালই বলা বিষয়টা সেভাবে খেয়াল নেই।’ পাল্টা বিবাহিত জীবনের প্রসঙ্গ টেনে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন ধনকড়। মল্লিকার্জুন খাড়গের খোঁচায় জগদীপ ধনকড়ের পাল্টা, ‘আমি বিবাহিত। গত ৪৫ বছর ধরে। তাই মাথা গরম করিনা। […]
The post উপরাষ্ট্রপতি ধনখড়ের দাবি, ‘আমি বিবাহিত তাই মাথা গরম করি না’ appeared first on Kolkata24x7 | Bangla News | Latest Bengali News.