11.8 C
London
Wednesday, May 31, 2023
Homeদেশের দশদিকTripura: 'মহিলারা এসে সোনার হার ছিনতাই করল বুথের সামনে'

Latest Posts

Tripura: ‘মহিলারা এসে সোনার হার ছিনতাই করল বুথের সামনে’

- Advertisement -

News Desk, Agartala: পুর ও নগর পঞ্চায়েত ভোট মিটতেই ত্রিপুরায় (Tripura) শাসক দল বিজেপি দাবি করে, গণতন্ত্রের উৎসব হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘটা করে জন্মদিন পালন করেন।

বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা জানান, মানুষ নিজে তাঁদের অধিকার প্রয়োগ করেছেন। একধাপ এগিয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি, একটাও মৃত্যু হয়নি। ঐতিহাসিক ভোট।

- Advertisement -

ভোট পরবর্তী সকালে ভয়াবহ ছবি ও জনগণের বক্তব্য ছড়িয়ে পড়ছে আগরতলার সংবাদ মাধ্যমে। তেমনই এক যুবতী ভোটার দাবি করেন, বৃহস্পতিবারের ভোট সন্ত্রাস অভিজ্ঞতা। তিনি সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানান, কীভাবে বুথের সামনে মহিলারা ঘিরে ধরে তাঁকে মারধর করে সোনার হার ছিনতাই করেছে। পুরোটাই পুলিশের সামনে হয়েছে বলে তাঁর অভিযোগ।

Tripura Senior Citizen voter

ওই যুবতীর আরও অভিযোগ, বুথ দখল করা হয়েছিল। হামলাকারীরা সরকারপক্ষের বলেই সংবাদ মাধ্যমে উঠে এসেছে। সূত্র ভিত্তিক জানা গিয়েছে, হামলাকারীরা বিজেপির মহিলা মোর্চার সদস্য। তারা বুথ দখলে এসেছিলেন বলে অভিযোগ।

আক্রান্ত যুবতীর দাবি, রাজ্যে গণতন্ত্র নেই। তিনি ছিনতাই হওয়া সোনার চেন ফেরত পেতে পুলিশে অভিযোগ করেছেন। তবে তিনি রাজ্য প্রশাসন নিয়ে প্রবল ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন, মহিলারা ঘিরে তাঁর ভাইকেও মারধর করেছে।

এদিকে ভোট মিটতেই ত্রিপুরার রাজধানী আগরতলা পুর নিগম সহ অন্যান্য নগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে চলছে ক্ষোভ। সরকারের ভূমিকায় জনগণ ক্ষুব্ধ।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss