করোনার প্রকোপ বাড়ছে দেশজুড়ে। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা তার আগের দিনের পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭,৩৭৯। দৈনিক মৃত্যু রয়েছে ১০০-র ঘরে। গত ২৪ ঘণ্টায় ১২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একদিনে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১১,০০৭ জন।
এই পরিসংখ্যানের ভিত্তিতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৪৯,৬০,২৬১, করোনায় মোট মৃতের সংখ্যা ৪,৮২,১৭, এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩,৪৩,০৬,৪১৪ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,৭১,৮৩০।
ভারতে সক্রিয়তার হার ০.৪৯ শতাংশ। অন্যদিকে, সুস্থতার হার আরও কমে দাঁড়িয়েছে ৯৮.১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে টিকাকরণ প্রায় ১ কোটির কাছাকাছি। একদিনে করোনা টিকাকরণের সংখ্যা ৯৯,২৭,৭৯৭। দেশে টিকাকরণ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত মোট টিকাকরণের সংখ্যা ১,৪৬,৭০,১৮,৪৬৪।