14.8 C
London
Thursday, March 23, 2023
Homeদেশের দশদিকCovid19 India: ওমিক্রন সংক্রমণের মধ্যেও বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত, বললেন ভাইরাস বিশেষজ্ঞ

Latest Posts

Covid19 India: ওমিক্রন সংক্রমণের মধ্যেও বাচ্চাদের স্কুলে পাঠানো উচিত, বললেন ভাইরাস বিশেষজ্ঞ

- Advertisement -

News Desk: করোনা (Covid19) রুখতে টিকাকরণই (vaccination) প্রধান ভরসা। সোমবার থেকে শুরু হতে চলেছে ১৫ থেকে ১৮ বছর বয়সি স্কুল পড়ুয়াদের টিকাকরণ। সরকার ঘোষণা করেছে, ২০২২-এর শুরু থেকেই নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির (class nine to twelve) পঠন-পাঠন শুরু হবে। কিন্তু একেবারেই খুদে অর্থাৎ ১৫ বছরের কম বয়সি পড়ুয়াদের টিকাকরণ নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল (school) বন্ধ আছে। তাই অনেক অভিভাবকই (guardians) দুশ্চিন্তায় পড়েছেন। অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুল খুলুক। কিন্তু বাচ্চাদের টিকা না থাকায় স্কুল খোলার বিষয়টি অন্ধকারেই রয়েছে।

- Advertisement -

এই পরিস্থিতিতে দেশের অন্যতম পরিচিত ভাইরাস বিশেষজ্ঞ ডাক্তার গগনদীপ কাং বলেছেন, সংক্রমণ বৃদ্ধি বা ওমিক্রন পরিস্থিতির মধ্যেও বাচ্চাদের অবশ্যই স্কুলে পাঠানো উচিত। সংবাদ সংস্থা এএনআইকে এই ভাইরাস বিশেষজ্ঞ বলেছেন, করোনা এখনও পর্যন্ত বাচ্চাদের তেমনভাবে কাবু করতে পারেনি। তাই সার্সকোভ বা করোনার নতুন ভেরিয়েন্টের সঙ্গে মিশলে বাচ্চাদের মধ্যে প্রতিরোধ শক্তি গড়ে উঠবে। এখানেই শেষ নয়, আগামী দিনে আরও নতুন ভেরিয়েন্ট আসবে। বিভিন্ন ধরনের রোগ ছড়াবে। কিন্তু মনে রাখতে হবে, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন হয়তো সংক্রামক কিন্তু বিপজ্জনক বা মারাত্মক নয়।

ওই ভাইরাস বিশেষজ্ঞ আরও বলেছেন, আমি মনে করি বাচ্চাদের অবশ্যই স্কুল পাঠানো উচিত। কারণ গোটা বিশ্ব জুড়ে একটাই ছবি দেখা যাচ্ছে যে, করোনা বা ওমিক্রন বাচ্চাদের সেভাবে কাবু করতে পারছে না। বরং বাচ্চাদের দীর্ঘদিন বাড়িতে আটকে রাখলে তাদের মানসিক সমস্যা তৈরি হতে পারে। তাদের পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হওয়া ভবিষ্যতের পক্ষেও ভাল নয়। বাচ্চারা স্কুল গেলে কোন বড় মাপের সমস্যা হবে তা নয়।

এদিন বুস্টার ডোজ নিয়েও মুখ খুলেছেন এই বিশেষজ্ঞ। তিনি বলেছেন, কোন ভ্যাকসিনকে বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা উচিত সে বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানা যায়নি।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss