News Desk: কংগ্রেস ভাঙিয়ে রাজ্যে ঢুকেছে, ভোটের সময় দেখা যাবে খেলার কত ক্ষমতা। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মেঘালয়ের (Meghalaya) মন্ত্রী জেমস সাংমা।
তাৎপর্যপূর্ণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা টিএমসি নেত্রী রবিবার গোয়ায় রাজনৈতিক কর্মসূচি পালনে যাওয়ার আগেই মেঘালয় থেকে এসেছে চ্যালেঞ্জ।
পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের শক্ত অবস্থান। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যের বিরোধী দল টিএমসি। সম্প্রতি কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ বিধায়করা দলত্যাগ করেন। তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মেঘের রাজ্যে ‘কংগ্রেসের শেষের কবিতা’ লিখে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ১২ জন বিধায়ক আছেন।
মেঘালয়ে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হলেও তাদের তেমন পাত্তা দিতে নারাজ সরকারে থাকা দল এনপিপি। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা বিদ্যুৎমন্ত্রী জেমস সাংমা জানিয়েছেন, আচমকা কংগ্রেস ভাঙিয়ে প্রচারে আসা এক বিষয়, কিন্তু ভোটে জেতা সম্পূর্ণ অন্য খেলা।
তৃণমূল কংগ্রেস কি সরকারের কাছে চ্যালেঞ্জ? শিলংয়ে সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হয়। মন্ত্রী জেমস সাংমা সরাসরি এর উত্তর দেননি। তিনি বলেন, এনপিপি নিজের শক্তি বৃদ্ধিতে নজর রাখছে।