News Desk: গতমাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের (Pakistan)কাছে পরাজিত হয়েছিল বিরাট কোহলির ভারত (India)। দেশের পরাজয়ের পরেও এক মহিলা রীতিমতো মজা করছিলেন। শুধু তাই নয়, আনন্দ প্রকাশ করতে ওই মহিলা এবং তাঁর বাপের বাড়ির লোকজন দেদার বাজিও পোড়ান।
ভারতের পরাজয়ের পরেও এভাবে উচ্ছ্বাস প্রকাশ করায় তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই মহিলার স্বামী। ঘটনার জেরে তিনি তার স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। উত্তরপ্রদেশের রামপুরের (Uttetpradesh) আজিমনগরে (Azimnagar) এই ঘটনাটি ঘটেছে।
কয়েকদিন আগেই ঈশান মিঞা (Ishan) নামে রামপুরের ওই ব্যক্তি তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও বিষয়টি রবিবারই প্রকাশ্যে এসেছে। পুলিশ এই অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে। পুলিশ জানিয়েছে, ঈশান মিঞা স্ত্রী রাবিয়া শামসি (Rabia Shamsi) এবং তাঁর শ্বশুরবাড়ি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
ঈশানের অভিযোগ, ভারতের পরাজয়ের পরেও তাঁর স্ত্রী রাবিয়া এবং তার বাপেরবাড়ির লোকজন রীতিমতো আনন্দে মেতে ওঠেন। আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে তাঁরা প্রচুর বাজি পোড়ান। বারবার বারণ করা সত্ত্বেও তাঁরা কোনও কথাই কানে তোলেননি। এমনকি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছেন তাঁরা।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ১৫৩-এ ধারা ছাড়াও ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সংশোধনী আইন ২০১৮-র ৬৭ ধারাতেও অভিযোগ আনা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। যদিও তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।