9.3 C
London
Wednesday, March 29, 2023
Homeদেশের দশদিকChandni Chowk Fire: চাঁদনি চকে আগুন, ঘটনাস্থলে দমকলের  ১২ ইঞ্জিন

Latest Posts

Chandni Chowk Fire: চাঁদনি চকে আগুন, ঘটনাস্থলে দমকলের  ১২ ইঞ্জিন

- Advertisement -

দিল্লির চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে ভয়াবহ আগুন। দমকলের  ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আগুন লাগার কারণ কী তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ প্রচুর। 

১২ টি দমকলের ইঞ্জিন, বিপুল সংখ্যক স্থানীয় লোক সাহায্যের কাজে হাত বাড়িয়েছে। দমকল সূত্রে খবর, তারা প্রথম ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পান। প্রায় ৬০টি দোকান আগুনের কবলে। প্রসঙ্গত, চাঁদনি চক বাজার সারাদেশে বিখ্যাত। ইলেকট্রনিক সামগ্রী ছাড়াও এখানে রয়েছে প্রচুর কাপড়ের দোকান। প্রতিদিন লাখ লাখ মানুষ কেনাকাটা করতে আসেন এই হাটে। চাঁদনি চক তার পরাঠা গলি ও সরু রাস্তার জন্যও বিখ্যাত।

- Advertisement -

Delhi: Fire breaks out at Lajpat Rai Market in Chandni Chowk; 12 fire tenders rushed to the site for firefighting

— ANI (@ANI) January 6, 2022

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss