দেশে একদিনে করোনা আক্রান্ত ৫৮ হাজারের বেশি

নিউজ ডেস্ক : বুধবার সাড়ে ২০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণে রাশ টানতে একাধিক রাজ্যে…

covid19

নিউজ ডেস্ক : বুধবার সাড়ে ২০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে সংক্রমণ ছড়াচ্ছে। সংক্রমণে রাশ টানতে একাধিক রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।

এদিকে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৫৮,০৯৭ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। দেশে করোনা পজিটিভিটি রেট বেড়ে ৪.১৮%-এ পৌঁছেছে। একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ১৫,৩৮৯ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনামুক্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৮০৩। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ২ লক্ষ ১৪ হাজার ৪ জন।  

মহারাষ্ট্র, কর্নাটক, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লি সহ দেশের অধিকাংশ রাজ্যে নতুন করে করোনা উদ্বেগ বাড়াচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। তবুও সংক্রমণে রাশ টানতে হিমশিম দশা তৈরি হচ্ছে রাজ্যগুলির।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, ইতিমধ্যেই দেশে ১৪৭ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫-১৮ বছর বয়সীদের টিকাদান শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু করোনার বুস্টার ডোজের প্রয়োগ। ষাটোর্ধ্ব কোমর্বিডিটি থাকা প্রবীণ নাগরিক এবং ফ্রন্টলইন ওয়ার্কারদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে।