11.8 C
London
Wednesday, May 31, 2023
Homeদেশের দশদিকModi on Corona: এখনই লকডাউন নয়, স্পষ্ট ইঙ্গিত মোদীর

Latest Posts

Modi on Corona: এখনই লকডাউন নয়, স্পষ্ট ইঙ্গিত মোদীর

- Advertisement -

শনিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ নিধি (PM-KISAN Scheme) কর্মসূচির আওতায় কৃষকদের দশম কিস্তির অনুদান দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, ‘২০২১ সালে করোনা মহামারীর মধ্যেও দেশের লড়াই স্মরণীয় হয়ে থাকবে। উন্নয়নের ধারাকে আরও গতি দিতে হবে আমাদের। করোনা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আমাদের, কিন্তু উন্নয়নের গতিকে রুখতে পারবে না।’ নতুন বছর ২০২২ সালের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘ভারতের অর্থনীতি ৮% এর বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে রেকর্ড বিদেশি বিনিয়োগেরও সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় কোষাগারে বিদেশি মূদ্রার পরিমাণ বেড়েছে, জিএসটি সংগ্রহও বেড়েছে।

তিনি এদিন বলেন, ‘ভারত সবরকম সাবধানতা বজায় রেখে, সতর্কতার সঙ্গে করোনার বিরুদ্ধে লড়বে ও জাতীয় স্বার্থ পূরণ করবে।’ অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন (Lock Down) নয়, সচেতনতাকেই হাতিয়ার করতে চাইছে ভারত সরকার। কারণ, এর আগে করোনার ২টি ঢেউয়ের ক্ষেত্রেই কড়া বিধিনিষেধের ফলে দেশের অর্থনীতির ভালো ক্ষতি হয়েছে। একসময় দেশের জিডিপি বাড়ার বদলে ২৩.৯% পর্যন্ত সংকুচিত হয়েছে। এরপর আরও একটি লকডাউনের মার অর্থনীতি সইতে পারবে না।

- Advertisement -

তাছাড়া, এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। কারণ, করোনার এই তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বাড়ছে ঠিকই কিন্তু তার ভয়াবহতা অনেক কম। তাই বিধিনিষেধ নিয়ে একটু ধীরে চলারই পক্ষে কেন্দ্র।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss