Maharashtra: হাসপাতালে আগুন, করোনা রোগীরা পুড়ে মারা গেলেন

News Desk: মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের আহমেদনগর হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ করোনা রোগী পুড়ে মারা গেলেন। আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে…

maharashtra-covid-hospital-fire

News Desk: মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের আহমেদনগর হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ করোনা রোগী পুড়ে মারা গেলেন। আরও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। আশঙ্কা মৃতের সংখ্যা বাড়তে পারে।

আহমেদনগর জেলা হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন ধরে যায়। ভিতরে থাকা রোগীদের বের করে আনার চেষ্টা হলেও দগ্ধ হন তাঁরা। কী করে এই কোভিড বিভাগে আগুন ধরেছিল তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আহমেদনগর জেলা হাসপাতালের কোভিড ওয়ার্ডের এসি মেশিনের বিদ্যুত সংযোগ থেকে আগুন ছড়িয়েছে। আহমেদনগরের বিধায়ক এনসিপি নেতা সংগ্রাম জগতপ জানিয়েছেন, প্রশাসনিকস্তরে পুরো রিপোর্ট তলব করা হয়েছে।

হাসপাতালের কোভিড ওয়ার্ডে ১৭ জন করোনা রোগী ছিলেন। আগুন ধরার পর কয়েকজনকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দগ্ধ করোনা রোগীদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হয়েছে।