News Desk: ধোপে টিকল না মেঘালয় প্রদেশ কংগ্রেসের আপত্তি। দলত্যাগী ১২ জন বিধায়ককে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মেনে স্বীকৃতি দিল্ন বিধানসভার অধ্যক্ষ মেটবাহ লিংডো। এর পরেই এই রাজ্যে আনুষ্ঠানিক প্রধান বিরোধী দল হলো তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শাসক দলের কাছে এটাই বড়দিন উপহার !
স্পিকারের স্বীকৃতির ফলে ৬০ সদস্যের মেঘালয় বিধানসভায় বিরোধী দলের মর্যাদা হাতছাড়া হল কংগ্রেসের।
পশ্চিমবাংলায় (westbengal) নিরঙ্কুশ ক্ষমতা দখলের পর ত্রিপুরা, মেঘালয়, গোয়ার মত ছোট রাজ্যগুলির দিকে অগ্রসর হয়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন রাজ্যে রাজনৈতিক নেতারা নিজেদের দল ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন।
সম্প্রতি মেঘালয়ে কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মুকুল সাংমা বিধানসভার অধ্যক্ষের কাছে তৃণমূল কংগ্রেসের এই পরিষদীয় দলকে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়ার দাবি জানান।
অন্যদিকে কংগ্রেস বিধায়ক আম্পারিন লিংডো দাবি করেন, তাঁরাই প্রধান বিরোধী দল। তৃণমূল কংগ্রেসকে যেন কোনওভাবেই এই স্বীকৃতি দেওয়া না হয়। কংগ্রেসের ওই আবেদনের পর স্পিকার মুকুল সাংমা সহ কংগ্রেস বিধায়কদের কাছে জানতে চান, কেন তাঁদের বিধানসভা থেকে সরানো হবে না।
স্পিকারের ওই প্রশ্নের জবাবে কংগ্রেস ত্যাগী প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল-সহ অন্য বিধায়করা স্পষ্টভাবে জানান, দলের ১২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। অধিকাংশ সদস্যই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় এই দলটিকেই প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হোক। কংগ্রেস সেই আবেদনে তীব্র আপত্তি জানালেও শেষ পর্যন্ত তা ধোপে টিকল না।
বৃহস্পতিবার অধ্যক্ষ কংগ্রেসের করা আবেদন খারিজ করে দেন। তৃণমূল কংগ্রেসকে মেঘালয়ের প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেন।
মে মাসে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নিজেদের ভিত্তি ও সংগঠন আরও মজবুত করার পরই তৃণমূল কংগ্রেস নেত্রী জানিয়েছিলেন, তাঁরা এবার গোয়া, মেঘালয়, ত্রিপুরার মত ছোট রাজ্যগুলিতে বাড়তি নজর দেবেন।
আগামী বছরের শুরুতেই গোয়া বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তৃণমূল এই রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করেছে বলে দাবি। চলতি মাসেই তৃণমূল নেত্রী গোয়া সফরে গিয়েছিলেন। তৃণমূল নেত্রী গৃহলক্ষী প্রকল্পের কথাও ঘোষণা করেছেন।
একই সঙ্গে দক্ষিণ ভারতেও পা রাখার চেষ্টা চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। তামিলনাড়ুতে তামিল মানিলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেছেন। ওই দলকে তিনি তৃণমূলের সঙ্গে মিশে যাওয়ার আহ্বানও জানিয়েছেন।