7.8 C
London
Sunday, March 26, 2023
Homeদেশের দশদিকNight Curfew: কারফিউয়ের কারণে বন্ধ রেস্তোরাঁ, হোটেল মালিককে খুন

Latest Posts

Night Curfew: কারফিউয়ের কারণে বন্ধ রেস্তোরাঁ, হোটেল মালিককে খুন

- Advertisement -

করোনার সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই দেশের প্রায় বেশিরভাগ রাজ্যেই জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। চলছে নাইট কারফিউ (Night Curfew) । নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল একটি রেস্তোরাঁ। রেস্তোরাঁ (resturant) বন্ধ হয়ে যাওয়ায় এক ক্রেতা খারার কিনতে এলে তাঁকে খাবার দিতে অস্বীকার করেন ওই রেস্তোরাঁর মালিক। এ ঘটনায় প্রবল ক্ষুব্ধ ওই ক্রেতা গুলি করে খুন করল রেস্তারাঁ মালিককে। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (utterpradesh) নয়ডায়।

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশে প্রতিদিন রাত ১১টা থেকে ভোট ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকছে। তাই নিয়ম মেনেই রাতে হোটেল বন্ধ করে দিয়েছিলেন কপিল (kapil)। প্রায় মাঝ রাতে দুই যুবক এসে ওই হোটেলে পরোটা খেতে চায়। কিন্তু হোটেল মালিক কপিল জানিয়ে দেন, এত রাতে পরোটা করে দেওয়া সম্ভব নয়।

- Advertisement -

বিষয়টি নিয়ে ওই দুই যুবকের সঙ্গে হোটেল মালিকের তুমুল তর্কাতর্কি চলে। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ওই দুই যুবক চলে যায়। কিন্তু রাত সাড়ে তিনটে নাগাদ ওই দুই যুবক ফিরে আসে। ফের তারা ডেকে তোলে কপিলকে। এরপর এক যুবক আচমকাই কপিলকে লক্ষ্য করে গুলি চালায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে পুলিশ। সঙ্গে সঙ্গেই হোটেল মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। তবে পুলিশ অভিযুক্ত দুই যুবক আকাশ ও যোগেন্দ্রকে গ্রেফতার করেছে। কেন তারা এভাবে কপিলকে খুন করল তা জানতে চলছে জেরা।

জেরায় ওই দুই যুবক জানিয়েছে, তারা কপিলের হোটেলে নিয়মিত খেতে আসত। কিন্তু দীর্ঘ দিনের পরিচয় সত্ত্বেও হোটেল মালিক তাদের খাবার না দেওয়ায় তারা প্রবল ক্ষুব্ধ হয়েছিল। সে কারণেই তারা কপিলকে খুন করেছে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss