TMC: একুশের শেষ ভোটে মমতার কলকাতা দখল, নজরে আগরতলা

News Desk: শীতের তাপমাত্রার নামছে যত, ততই তৃণমূল কংগ্রেসের (TMC) আসন জয়ের সংখ্যা আসছে। ভোট পরবর্তী পরিসংখ্যান মিলিয়ে কলকাতা পুরনিগম দখলের সরকারি ঘোষণাটুকুই বাকি। একুশের…

mamata banerjee

News Desk: শীতের তাপমাত্রার নামছে যত, ততই তৃণমূল কংগ্রেসের (TMC) আসন জয়ের সংখ্যা আসছে। ভোট পরবর্তী পরিসংখ্যান মিলিয়ে কলকাতা পুরনিগম দখলের সরকারি ঘোষণাটুকুই বাকি। একুশের শেষ ভোটে মমতার কলকাতা দখল সম্পূর্ণ।

কী হবে পরের পরিস্থিতি ?
খোদ মুখ্যমন্ত্রীর ঘোষনা রাজ্যের কোষাগার খালি। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকার যোগান দিতে গিয়ে হিমশিম অবস্থা সরকারের। একই প্রকল্প নিয়ে আসন্ন গোয়া ও ত্রিপুরা বিধানসভার ভোটে ঝাঁপ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, চলতি মাসের শেষে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের গোয়া ও ত্রিপুরা যাচ্ছেন। তিনি ফেরার পরেই মমতা শুরু করবেন আগরতলা অভিযান।

ত্রিপুরা কইত্যাসে মমতা দি আইত্যাসে…
মঙ্গলরবার টিএমসির কলকাতা পুরনিগম দখলের সংবাদে ফের ত্রিপুরার রাজনীতিতে শুরু সেই গান, ত্রিপুরা কইত্যাসে মমতা দি আইত্যাসে…। ত্রিপুরায় সম্প্রতি পুর নির্বাচনে একটি ওয়ার্ড পেয়েছে মমতার দল। তবে ভোট শতাংশ শূন্য থেকে ১৬ শতাংশে নিয়ে গেছেন মমতা।

টিএমসি প্রদেশ নেতাদের হুঁশিয়ারি শাসক বিজেপি ও বিরোধীদল সিপিআইএমকে, আইত্যাসে মমতা দি…! এই রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক মুখ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁদের মাঝে ফের মমতার আগমন হওয়া সময়ের অপেক্ষা।

মেঘালয়ের মুকুল?
টিএমসির দুই মুকুল। বাংলাভাষী মুকুল রায় কী রাজনীতি থেকে সন্ন্যাস নিলেন? এই প্রশ্ন যেমন, তেমনই মেঘালয়কে ভিত্তি করে সে রাজ্যের বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সাজাচ্ছেন ঘুঁটি। মেঘালয়ের মুকুলে ভর করে উত্তর পূ্র্বে বড়সড় রাজনৈতিক দল হবার মরিয়া চেষ্টা মমতার। দীর্ঘ সময় কংগ্রেসের হেভিওয়েট নেতা ও মুখ্যমন্ত্রী থাকায় মেঘালয়, মনিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম, নাগাল্যান্ড রাজ্যে মুকুল সাংমা বিশেষ পরিচিত।

কলকাতার রক্তাক্ত ছাপ্পা ভোটে তরতরিয়ে জয়ের পর মমতার দৌড় বাইশে হবে উত্তর পূর্ব দিকেই।