Tripura: ‘খুনের চেষ্টার অভিযোগে’ গ্রেফতার TMC যুবনেত্রী সায়নী ঘোষ

News Desk: ত্রিপুরার পুর ও নগর পঞ্চায়েত ভোটে শাসক বিজেপি বনাম বিরোধী সিপিআইএমের মূল লড়াই। তার মাঝে তৃৃণমূল কংগ্রেসকে নিয়ে তুলকালাম কান্ড চলছে। এবার খুনের…

20211121 175122 0000 Tripura: 'খুনের চেষ্টার অভিযোগে' গ্রেফতার TMC যুবনেত্রী সায়নী ঘোষ

News Desk: ত্রিপুরার পুর ও নগর পঞ্চায়েত ভোটে শাসক বিজেপি বনাম বিরোধী সিপিআইএমের মূল লড়াই। তার মাঝে তৃৃণমূল কংগ্রেসকে নিয়ে তুলকালাম কান্ড চলছে। এবার খুনের চেষ্টার অভিযোগে টিএমসি যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করল পুলিশ।

রবিবার বেলা গড়াতেই আগরতলা সরগরম হয় থানায় হামলার কারণে। আগরতলা পূর্ব থানায় ডেকে পাঠানো হয় টিএমসি নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষকে। তাকে যখন পুলিশ জেরা করছিল তখনই হামলা হয় থানায়। সশস্ত্র পুলিশের সামনেই হেলমেট পরা কয়েকজন যুবক এসে হামলা করে টিএমসি নেতাদের উপর। কুণাল ঘোষের অভিযোগ, ফাঁদ পেতে পুলিশ এই হামলা করিয়েছে। হামলাকারীরা বিজেপির সমর্থক বলে অভিযোগ করেন তিনি।

পড়ুন: Tripura: থানায় ঢুকে সশস্ত্র পুলিশের সামনে TMC কে ‘পেটানোয়’ অভিযুক্ত BJP

এদিকে জেরার পর টিএমসি নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত। তিনি খেলা হবে বলে স্লোগান দিয়েছিলেন। তাঁর এই স্লোগানের ভিত্তিতেই পুলিশ থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে।

টি়এমসি নেতা কু়ণাল ঘোষের অভিযোগ, থানায় ডেকে পাঠানো হয়েছিল বিনা নোটিশে। আইন মেনে থানায় গিয়েছিলেন সায়নী ঘোষ। কিন্তু তাকে গ্রেফতারির পরে তাকে আদালতে যতক্ষণ না পেশ করছে পুলিশ ততক্ষণ জামিনের প্রক্রিয়া ঢিলে হবে। এই বিষয়ে আইনজ্ঞদের সঙ্গে কথা বলছে দল।