Tripura: TMC জিততেই ‘মীরজাফর’ রাজীব রসগোল্লা আমেজে মত্ত

News Desk: এখনও মন ফেরত পাননি দলীয় কর্মীদের। সর্বশেষ হাওড়ায় গিয়ে মীরজাফর গো ব্যাক শুনে মাথা নামিয়ে ফেরত এসেছেন। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের রোষ এতটাই…

News Desk: এখনও মন ফেরত পাননি দলীয় কর্মীদের। সর্বশেষ হাওড়ায় গিয়ে মীরজাফর গো ব্যাক শুনে মাথা নামিয়ে ফেরত এসেছেন। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের রোষ এতটাই যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রবাসী রাজনীতি মেনে নিতেই হয়েছে। বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরেও রক্ষে নেই নিজভূমে।

তবে দল জিতলে আনন্দ করবেন না তা কী হয় নাকি ! মঙ্গলবার যখন কলকাতা পুরনিগমে বিপুল জয় পাচ্ছিল তৃণমূল কংগ্রেস, তখন আগরতলাতেও টিএমসি উল্লাস শুরু হয়। সেই উল্লাসে মেতে উঠতে দেখা গেছে মীরজাফর রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

ত্রিপুরায় তৃণমূলের হেভিওয়েট নেতা সুবল ভৌমিক রসগোল্লার হাঁড়ি নিয়ে সমর্থকদের ঘেরাটোপে। যে পারছে টপাটপ রসগোল্লা খাচ্ছে। সেই ভিড়ে কে যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে ভরে দিয়েছে রসগোল্লা। তিনি গবগবিয়ে খাচ্ছেন। মুখে অনাবিল হাসির ছোঁয়া।

কটা রসগোল্লা খেয়েছেন রাজীববাবু? কেউ জানে না। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে গোটা কতক খেয়েছেন। ত্রিপুরায় তিনি টিএমসির হয়ে রাজনৈতিক জমি খুঁজছেন।

পশ্চিমবঙ্গের টিএমসি সমর্থকদের বিশেষত হাওড়ার সমর্থকদের নজরে ‘মীরজাফর’ রাজীব বন্দ্যোপাধ্যায়। কারণ, তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে টিএমসি ছেড়ে চাটার্ড প্লেনে চেপে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে হারেন। বিজেপি সরকার গড়তে পারেনি। ফের তৃণমূলে ফিরেছেন। ত্রিপুরায় পৌর ভোটের আগে তিনি আগরতলায় এসে টিএমসিতে যোগ দেন। প্রবল লড়ে আগরতলা পুরনিগমে একটি ওয়ার্ড দখলে আনতে পেরেছেন।

আপাতত ত্রিপুরাতেই তিন আছেন। কারণ, আগামী বিধানসভা ভোটে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রবল শক্তি নিয়ে নামবে বলেই জানিয়েছেন দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তাঁর লড়াই শাসক বিজেপি ও বিরোধী সিপিআইএমের সঙ্গে।