12.7 C
London
Wednesday, May 31, 2023
Homeদেশের দশদিকUP: কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেসের ম্যারাথন বরেলিতে

Latest Posts

UP: কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেসের ম্যারাথন বরেলিতে

- Advertisement -

উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার চালাতে বরেলিতে ম্যারাথনের (marathon) আয়োজন করেছিল কংগ্রেস (congress)। করোনাজনিত বিধিনিষেধকে বুড়ো আঙল দেখিয়েই ম্যারাথন শুরু হয়। সেই ম্যারাথনে দেখা যায় চূড়ান্ত বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বেশিরভাগ প্রতিযোগীর মুখেই মাস্ক নেই। দূরত্ববিধি মেনে চলা তো দূর অস্ত। হুড়োহুড়িতে আবার কয়েকজন প্রতিযোগী পদপিষ্ট হয়ে আহতও হয়েছেন।

কংগ্রেস নেতা তথা বরেলির প্রাক্তন মেয়র সুপ্রিয়া অ্যারন (supriya aron) সাফাই দিয়ে বলেছেন, বৈষ্ণোদেবী মন্দিরেও তো বিরাট ভিড় হয়েছিল। কিন্তু সেই ভিড় নিয়ে তো কেউ কোনও কথা বলছেন না। সেখানে তো পদপিষ্ট (stamped) হয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। কই তার নিন্দা তো কেউ করছেন না। আর কিছু স্কুলছাত্রী ম্যারথনে অংশ নিলে সকলেই হায় হায় করছেন।

- Advertisement -

‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’, এই নামেই বিশেষ ম্যারাথনের আয়োজন করেছিল উত্তরপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার সকালে বরেলিতে ম্যারাথনে অংশও নেন অনেকেই। কিন্তু ম্যারাথন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। বহু মহিলা মাস্ক ছাড়াই প্রতিযোগিতায় অংশ নেন।

এই ম্যারাথনের মূল উদ্যোক্তা ছিলেন কংগ্রেস নেত্রী তথা বরেলির প্রাক্তন মেয়র সুপ্রিয়া অ্যারন। তিনি দলীয় কর্মসূচির পক্ষে সাফাই দিয়ে বলেন, ‘বৈষ্ণোদেবীতেও তো হাজার হাজার মানুষের ভিড় হয়েছিল। কিন্তু তা নিয়ে তো কারও আপত্তি ওঠেনি। এখানে স্কুল পড়ুয়াদের একটি অনুষ্ঠান হচ্ছে। তা নিয়ে এত গেল গেল রব তোলার কী আছে। ঘরবন্দি মেয়েদের জন্য একটা মানবিক উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে যদি কারও খারাপ লেগে থাকে, তাহলে আমার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’ কোভিড বিধির তোয়াক্কা না করে এই কংগ্রেসের এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছে শাসক দল বিজেপি।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss