
হিমালয় অভিযানে গিয়ে তুষার চাপা পড়া অভিযাত্রী-পর্বতারোহীদের দেহ উদ্ধার চলছে। তুষারের তলায় চাপা পড়া সারি সারি দেহ বের করে আনছেন উদ্ধারকারীরা। উত্তরাখণ্ড (Uttarakhand) সরকারের সর্বশেষ হিসেব, শুক্রবার পর্যন্ত মোট ১৯ জনের মৃতদেহ মিলেছে। আরও অনেকে নিখোঁজ। এই অভিযাত্রী দলে মোট ২৭ জন ছিলেন। আইটিবিপি জানিয়েছে, ডোকরানি বামক হিমবাহে অভিযানের সময় তুষারঝড়ে আটকে পড়েন তাঁরা। দ্রৌপদী […]
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Uttarakhand: মৃত্যুফাঁদ দ্রৌপদী কা ডান্ডা, তুষার চাপা অভিযাত্রীদের সারি সারি দেহ উদ্ধার