12.8 C
London
Wednesday, May 31, 2023
Homeনগর দর্পণকয়লা মামলায় রুজিরা করোনার অজুহাতে জেরা এড়ালেও পার্লারে গিয়েছিলেন: ED

Latest Posts

কয়লা মামলায় রুজিরা করোনার অজুহাতে জেরা এড়ালেও পার্লারে গিয়েছিলেন: ED

- Advertisement -

নিউজ ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কয়লা চোরাচালান মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৩১ আগস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হননি।

ইডি সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস (টিএমসি) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় “ইচ্ছাকৃতভাবে” মিথ্যা বলেছিলেন এবং ৩১ আগস্ট নয়াদিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) -এর সামনে হাজির হওয়া এড়াতে করোনার অজুহাত দেখিয়েছিলেন।

- Advertisement -

সূত্রের খবর, ৩১ অগস্টের ৩-৪ দিন আগে রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর করেছিলেন। রুজিরা ইডি অফিসে যেতে অস্বীকার করে বলেছিলেন, “করোনা মহামারীর মধ্যে শারীরিকভাবে একা নয়াদিল্লি ভ্রমণ আমার এবং আমার বাচ্চাদের জন্য গুরুতর এবং ঝুঁকিপূর্ণ হতে পারে।”

সূত্রের খবর অনুযায়ী, ইডি খোঁজ খবর করে জানতে পারে রুজিরা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা থেকে দিল্লি যান৷ কলকাতা ফেরার আগে তিনি ২৮ অগস্ট পর্যন্ত দিল্লি শহরে ছিলেন। তদন্তকারীরা আরও জানতে পেরেছে, রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লি থাকাকালীন বিউটি পার্লারে যান এবং শহরের আশেপাশের কিছু হিল স্টেশনও বেড়াতে গিয়েছিলেন৷

ইডি-র একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদ সম্পর্কে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দুই সপ্তাহ আগে জানানো হয়েছিল। সূত্রটি জানায়, তিনি জিজ্ঞাসাবাদের তারিখ পর্যন্ত দিল্লিতে ছিলেন৷ দিল্লিতে তিনি বিউটি পার্লার এবং পর্যটন স্থানগুলির মতো সর্বজনীন স্থানেও যান। কিন্তু জিজ্ঞাসাবাদের মাত্র তিন দিন আগে তিনি কলকাতায় ফিরে যান এবং পরে করোনা মহামারীর অজুহাত দেখান। তার মানে হল, তিনি করোনা মহামারীটিকে অজুহাত হিসেবে ব্যবহার করেছেন এবং জেরার মুখোমুখি এড়াতে ‘ইচ্ছাকৃতভাবে’ মিথ্যা বলেছেন।

এই প্রমাণের ভিত্তিতে ইডি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আবেদন করেছিল৷ সেই মতোই ৩০ সেপ্টেম্বর হাজির হওয়ার জন্য তলব করেছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে৷

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss