আগরতলা: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে ‘হামলা’। অভিষেকের গাড়িতে লাঠির ঘা বিজেপি কর্মীদের। আগরতলার রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান বিজেপি কর্মীদের।
ত্রিপুরায় গিয়ে বেনজির বিক্ষোভের মুখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিমানবন্দর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তায় একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তাকে কালো পতাকা দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। এমনকী রাস্তার একাধিক জায়গায় অভিষেক বন্দোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হয়।শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাচে লাঠির ঘা পড়ে।
এদিন আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার প্রতিবাদে সরব তৃণমূল। তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল তর্কাতর্কি বেধে যায় পুলিশের। পরে এ বিষয়ে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও। তিনি বলেন, ” ত্রিপুরার মানুষ এর জবাব দেবে। অতিথি দেব ভব- এর উদাহরণ দেখলাম। বিজেপি বলে বাংলায় গণতন্ত্র নেই। ত্রিপুরায় কি অবস্থা।”
এদিন বাধা কাটিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিয়েছেন অভিষেক। ত্রিপুরায় একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।