ভোররাতে JMB জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, নাশকতা বানচাল

নিউজ ডেস্ক: তখনও অন্ধকার কাটেনি। জঙ্গি দমন অভিযান শুরু করল বাংলাদেশ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। শুরু হলো গুলির লড়াই। বেশিক্ষণ টিকতে পারেনি জেএমবি জঙ্গিরা। ধরা পড়েছে।…

JMB RAB Militant activity

নিউজ ডেস্ক: তখনও অন্ধকার কাটেনি। জঙ্গি দমন অভিযান শুরু করল বাংলাদেশ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। শুরু হলো গুলির লড়াই। বেশিক্ষণ টিকতে পারেনি জেএমবি জঙ্গিরা। ধরা পড়েছে। ময়মনসিংহ সদর উপজেলায় জঙ্গি দমন অভিযান ষেষ হয়েছে। চার জেএমবি জঙ্গি ধরা পড়েছে।

র‍্যাব বলছে, অভিযানের পর একটি বিদেশি রিভলবার, গুলি, ম্যাগজিন, আটটি ককটেল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

অভিযানের পর ময়মনসিংহের পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জেনে সেই ঘাঁটি ঘিরে নেওয়া হয়। জঙ্গিরা গুলি চালায়। র‍্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর চার জেএমবি সদস্যকে আটক করা হয়। বাংলাদেশে জেএমবি এখন দূর্বল। তবে সংগঠনটি ভারতে সক্রিয়। জেএমবি ছেড়ে বেরিয়ে আসা নব্য জেএমবি বাংলাদেশে পরপর নাশকতা ঘটিয়েছে।