নিউজ ডেস্ক: ঝড়ের তালিকা বলে দিচ্ছে গুলাবের পরে শাহিন আসবে তেড়ে ফুঁড়ে। এই সাইক্লোনের গতিপথ কোনদিকে কোন উপকূলে তা নির্দিষ্ট নয়। কারণ, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, ওমান সাগরের কোথায় শাহিন জন্ম নেবে তারই ঠিক নেই। তবে ঝড় তালিকায় নাম তৈরি হয়ে গিয়েছে। শাহিন নাম রেখেছে কাতার সরকার।
শাহিন নামের অর্থ শিকারি পাখি। মূলত বাজ, ঈগল, চিল বা শঙ্খ চিল গোত্রের তীক্ষ্ণ চঞ্চুর পাখিদের আরবি, ফারসি, উর্দুতে শাহিন বলা হয়। বিবিসি জানাচ্ছে,বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।
এক সময় ঝড়গুলি নম্বর দিয়ে চিহ্নিত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য। ফলে সেগুলোর পূর্বাভাস দিলে সাধারণ মানুষের কাছে কঠিন মনে হতো। এই কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়।
বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলের আটটি দেশের প্রস্তাব অনুসারে একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয়। সেই তালিকা অনুসারে পাকিস্তান নামকরণ করেছে গুলাব। আর পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম শাহিন নাম রেখেছে কাতার।
শুধু শাহিন নয় পরবর্তী আরও কয়েকটি সামুদ্রিক ঘূর্নিঝড়ের নাম মনে রাখুন। ঝড়ের নামের পাশে নামকরণকারী দেশ দেওয়া হলো।
জাওয়াদ-সৌদি আরব, অশনি-শ্রীলংকা, সিতরাং-থাইল্যান্ড, মানদৌস-সংযুক্ত আরব আমিরশাহি, মোচা-ইয়েমেন, বিপর্যয়-বাংলাদেশ, তেজ-ভারত।