#Panjshir valley
নিউজ ডেস্ক: তালিবান ঘিরছে, প্রত্যাঘাতের হামলায় মাসুদ বাহিনি। আফগানিস্তানের যে অংশটি কোনোদিন কারোর সামনে নত হয়নি সেই পঞ্জশির উপত্যকা এখনও প্রতিরোধের লড়াইয়ে সামিল। কাবুল থেকে দলে দলে জঙ্গি তালিবান যাচ্ছে পঞ্জশিরের দখল নিতে। তাদের মুখোমুখি হচ্ছে আফগান রেজিস্ট্যান্স ফোর্স। আফগান সংবাদ মাধ্যমের খবর, তালিবান ও পঞ্জশিরের শাসক আহমেদ মানুষের মিলিশিয়া সংঘর্ষে লিপ্ত।
প্রাথমিকভাবে জানা গিয়েছে তালিবান জঙ্গিরা পঞ্জশিরের ভিতর কিছুটা অংশে ঢুকেছে। বেশকিছু তালিবান জঙ্গিরা মৃত্যু হয়েছে। পঞ্জশির উপত্যকার শাসক আহমেদ মাসুদ তাঁর পিতার আহমেদ শাহ মাসুদের মতো তীব্র তালিবান বিরোধী। তিনি লড়াই চালাচ্ছেন। নিচে থাকল সংঘর্ষের সময়কার কিছু ছবি। কোথাও তালিবান বিরোধী মাসুদের মিলিশিয়া, কোথাও তালিবান জঙ্গিদের অবস্থান। এক নজরে দেখুন বিখ্যাত পঞ্জশির এখন কেমন।
পঞ্জশির দখল নিতে এগোচ্ছে তালিবান বাহিনি