10.5 C
London
Thursday, March 23, 2023
Homeনগর দর্পণBuy 1 get 1 free: করোনা ভ্যাকসিনের দু‘টো ডোজেই মিলবে বিনামূল্যে বিমানযাত্রা

Latest Posts

Buy 1 get 1 free: করোনা ভ্যাকসিনের দু‘টো ডোজেই মিলবে বিনামূল্যে বিমানযাত্রা

- Advertisement -

নিউজ ডেস্ক: করোনার কোপ থেকে মুক্তি পেতে ভারতে দ্রুতগতিতে টিকাদান অভিযান চালান হচ্ছে৷ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সারা দেশে ৬৪ কোটি ৪৮ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। ভারতে টিকা দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশি দেশ শ্রীলঙ্কা ভারতীয়দের জন্য প্রবেশের অনুমতি দিয়েছে৷

তবে শুধুমাত্র যারা ভ্যাকসিনের দু’টি ডোজ পেয়েছেন৷ দেশের দরজা খুলে দেওয়ার পাশাপাশি শ্রীলঙ্কান এয়ারলাইন্স (srilankan airlines) ভারতীয় যাত্রীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্স ভারতীয় পর্যটকদের জন্য ‘Buy 1 get 1 free’ অফার নিয়ে এসেছে৷ যার ফলে কলম্বো থেকে ভারতে ফিরে আসার জন্য একটি টিকিটের সঙ্গে একটি টিকিট ফ্রি থাকবে। এই অফার সম্পর্কে জেনে নিন৷

- Advertisement -

যে সমস্ত ভারতীয় নাগরিকদের ভ্যাকসিনের দুই ডোজ নেওয়া হয়েছেষ তাদের আর শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইনে থাকার দরকার নেই। কিন্তু এর জন্য কিছু শর্তও রাখা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া পর্যটকদের অন্তত ১৪ দিন আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া বাধ্যতামূলক৷ এর পরে শ্রীলঙ্কা যাওয়ার সময় তাকে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর পরীক্ষা করা হবে৷ নেগেটিভ রিপোর্ট পেলেই দেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে৷ যদি কোনও পর্যটকের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে, তাহলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এছাড়াও করোনা নেগেটিভ পর্যটককরা তার ইচ্ছানুযায়ী দেশের যেকোনও স্থানে ঘুরতে পারবে।

শ্রীলঙ্কায় যাওয়া ভারতীয় নাগরিকদের সেখানে সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশনের বিশেষ যত্ন নিতে হবে। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের প্রধান দিমুথু তেনাকুন বলেছেন, কোভাসিনসহ ভারতে পরিচালিত সমস্ত ভ্যাকসিনকে শ্রীলঙ্কা স্বীকৃতি দিচ্ছে। তিনি বলেন, এখনও পর্যন্ত ভারতে ১২ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়েছে৷ এই পরিস্থিতিতে তারা ভ্রমণের পরিকল্পনা করছে। শ্রীলঙ্কা এয়ারলাইন্স ১ সেপ্টেম্বর থেকে ভারতের মধ্যে পরিষেবা পুনরায় শুরু করছে। কলম্বো থেকে মাদুরাই, তিরুচিরাপল্লি, ত্রিভেন্দ্রাম এবং কোচি থেকে সাপ্তাহিক ফ্লাইট চলবে। কলম্বো থেকে দিল্লি এবং হায়দ্রাবাদে সপ্তাহে দু’বার ফ্লাইট চলবে। চেন্নাই এবং মুম্বইয়ের মধ্যে পরিষেবাগুলি সপ্তাহে ৫ দিন বাড়ান হবে এবং বেঙ্গালুরুর মধ্যে পরিষেবাগুলি সপ্তাহে তিন দিন বাড়ান হবে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss