11.8 C
London
Wednesday, May 31, 2023
Homeনগর দর্পণCoronaVirus: দক্ষিণ কলকাতার হাসপাতালে করোনা আক্রান্ত ৩০ চিকিৎসক সহ ৩৬ জন!

Latest Posts

CoronaVirus: দক্ষিণ কলকাতার হাসপাতালে করোনা আক্রান্ত ৩০ চিকিৎসক সহ ৩৬ জন!

- Advertisement -

নতুন বছরের তৃতীয় দিনেই মিলল চাঞ্চল্যকর এক খবর। তাও খাস কলকাতায়। শহরের দক্ষিণের এক হাসপাতালে করোনা (CoronaVirus) আক্রান্ত হয়েছেন মোট ৩৬ জন। যার মধ্যে ৩০ জন চিকিৎসক রয়েছেন বলে খবর।

খবরে প্রকাশ, হাজরার চিত্তরঞ্জন সেবা সদনে মোট ৩৬ জন কোভিড পজিটিভ। সহকারী সুপার, চিকিৎসক এবং কর্মীদের দেহেও থাবা বসিয়েছে করোনা। হাসপাতালের অধ্যক্ষ আশিস মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। দুজনের চিকিৎসা চলছে হাসপাতালে৷ বাকিরা রয়েছেন আইসোলেশনে। চিকিৎসক ছাড়াও পজিটিভ রিপোর্ট এসেছে দু’জন সহকারী সুপার, তিন জন স্বাস্থ্যকর্মী এবং একজন অফিস কর্মচারীর।

- Advertisement -

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রবেশ করেছে কোভিড। অধ্যক্ষ অজয় রায়ের টেস্ট রিপোর্ট পজিটিভ আসার খবর মিলেছিল শুক্রবারেই। এছাড়াও হাসপাতালে একাধিক চিকিৎসক করণায় আক্রান্ত বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অজয় রায়ের রিপোর্ট পজেটিভ আসার পরেই বাকিদের দেহে করোনার হদিস মিলেছিল। তিনি আপাতত রয়েছেন নিজের বাড়িতেই, আইসোলেশনে।

গোটা বিষয়টি আপাতত নজরে রাজ্যের রেখেছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসা পরিষেবায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। পরিস্থিতির বিরুদ্ধে কিভাবে মোকাবিলা করতে চেয়ে স্বাস্থ্য ভবন এর কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে, বলে জানা গিয়েছে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss