12.4 C
London
Thursday, March 30, 2023
Homeনগর দর্পণকরোনায় বিশ্বে শিশুমৃত্যুর এক তৃতীয়াংশ ভারতেরঃ বিশ্ব ব্যাংক

Latest Posts

করোনায় বিশ্বে শিশুমৃত্যুর এক তৃতীয়াংশ ভারতেরঃ বিশ্ব ব্যাংক

- Advertisement -

নিউজ ডেস্কঃ বিশ্বজোড়া করোনা সংক্রমণ পরিসংখ্যান দাখিল করা ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, সোমবার পর্যন্ত কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতের তালিকায় ভারত দ্বিতীয়। প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার রিপোর্টে সোমবার পর্যন্ত ভারতে করোনায় মৃত ৪ লক্ষ ৩৫ হাজারের বেশি। আর বিশ্বব্যাঙ্ক রিপোর্টে এসেছে করোনায় সোমবার পর্যন্ত ভারতে প্রায় এক লক্ষ শিশুর মৃত্যু হয়েছে।

এই রিপোর্টে বলা হয়েছে, করোনা হামলায় ১২৮টি দেশে প্রায় ২ লক্ষ ৬৭ হাজার শিশুর মৃত্যু হয়েছে। এর এক তৃতীয়াংশ ভারতের। আরও বলা হয়েছে, করোনার কারণে বিশ্বের অর্থনৈতিক গতি ১৭ শতাংশ সংকুচিত।এর ফলে শিশু মৃত্যুর হার প্রায় ৭ শতাংশ বেড়েছে।

- Advertisement -

কেন এত শিশুমৃত্যু? প্রশ্নে জর্জরিত কেন্দ্র সরকার। যদিও বিজেপি নেতৃত্বে চলা নরেন্দ্র মোদীর সরকার দাবি করেছে, করোনা নিয়ন্ত্রণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তবে অভিযোগ আন্তর্জাতিক স্তরের। সেক্ষেত্রে সরকার অস্বস্তিতে। বিশ্বে করোনায় শিশু মৃত্যের খতিয়ানে এক তৃতীয়াংশ ভারতেই এটি চরম উদ্বেগের বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভারতের থেকে কম উন্নয়নশীল দেশেও এভাবে করোনায় শিশুমৃত্যু হয়নি।

করোনায় শিশু মৃত্যুর পরিসংখ্যান আসতেই কেন্দ্রীয় সরকারের মুখ পুড়ল। বিশ্ব ব্য়াংকের রিপোর্ট নিয়ে বিরোধী দলগুলি বলছে মুখ পুড়েছে প্রধানমন্ত্রী মোদীর। 

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss