""
Thursday, October 6, 2022
Homeনগর দর্পণCovid 19 : মণ্ডপে ঘুরে সেলফি তুলছেন গোগ্রাসে মোগলাই খাচ্ছেন, 'তাতা থৈ...

Latest Posts

Covid 19 : মণ্ডপে ঘুরে সেলফি তুলছেন গোগ্রাসে মোগলাই খাচ্ছেন, ‘তাতা থৈ থৈ’ নাচছে করোনা

- Advertisement -

নিউজ ডেস্ক: শারোদৎসবের আনন্দে হামলা করে দিয়েছে অদৃশ্য জীবাণু ঘাতক করোনা (Covid 19)। মৃত্যুদূত রয়েছে আপনার চারপাশে। আপনি মনের আনন্দে মন্ডপ থেকে মণ্ডপে ঘুরে সেলফি তুলছেন, গোগ্রাসে মোগলাই খাচ্ছেন সেই সুযোগে করোনা আপনার নাকের ডগায় আনন্দে ‘তাতা থৈথৈ’ নাচতে শুরু করেছে করোনাভাইরাস।

selfie durga puja kolkata sourav

- Advertisement -

 

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট দিচ্ছে অশনি সংকেত। রিপোর্টে বলা হয়েছে, দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮,৯৮৭ জন। মৃত ২৪৬ জন। তবে একদিনে সুস্থ হয়েছেন ১৯,৮০৮ জন।

selfie durga puja kolkata

রিপোর্টে বলা হয়েছে দেশে মোট করোনা আক্রান্ত ৩ কোটি ৪০ লক্ষ,২০,৭৩০ জন। মৃত্যু হয়েছে ৪,৫১,৪৩৫ জনের। সুস্থ হয়েছেন ৩,৩৩,৬২,৭০৯ জন। করোনা আক্রান্তের নিরিখে পশ্চিমবঙ্গ সপ্তম স্থানে। রাজ্যে করোনা আক্রান্ত ১৫,৭৮,৪৮২ জন। মৃত্যু হয়েছে ১৮,৯৩৫ জনের। সুস্থ হয়েছেন ১৫,৫১,৮৯০জন।

বিশেষজ্ঞদের অভিমত, পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপ দর্শনে যেভাবে উৎসাহ ও ভিড় দেখা যাচ্ছে সেটা রীতিমতো চিন্তার। এছাড়া দেশজুড়ে নবরাত্রি ও দশেরা পালিত হচ্ছে। এতেও সংক্রমণ বাড়ছে। উৎসব শেষ হলে ফের করোনা টেস্ট বাড়বে। তখনই সংক্রমিক রোগীর বড়সড় চিত্র সামনে আসবে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss