11.8 C
London
Wednesday, May 31, 2023
Homeনগর দর্পণAlert: শতাধিক শিশুমৃত্যু, একইসঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ

Latest Posts

Alert: শতাধিক শিশুমৃত্যু, একইসঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ

- Advertisement -

নিউজ ডেস্ক: উৎসবের এখনও আরেকটি পর্ব অর্থাৎ দীপাবলি বাকি। তার আগেই চিকিৎসক বিশেষজ্ঞদের আশঙ্কা মিলিয়ে রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। শুধু তাই নয়, পাল্লা দিয়ে বাড়ছে ‘অজানা জ্বর’ বলে প্রচারিত সংক্রমণে শিশুমৃত্যুর সংখ্যা। শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।

দুর্গাপূজার আগেই আশঙ্কা করা হয়েছিল, কোভিড বিধি শিথিল করায় করোনা সংক্রমণ বাড়বে। তাই-ই হয়েছে। কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড় উপচে পড়ে। উড়ে গিয়েছিল দূরত্ববিধি। আর শারদোতসব মিটতেই এসেছে করোনা সংক্রমণের বড়সড় পরিসংখ্যান।

- Advertisement -

শুক্রবার কলকাতা পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪  ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত হয়েছেন ২৪২ জন। চালু করতে হতে পারে সেফ হোম। সোমবার থেকে সেফ হোম খুলতে পদক্ষেপ নিচ্ছে পুর কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণের খবর কলকাতা সংলগ্ন জেলা হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে আসছে। তেমনই মহানগর লাগোয়া শহরতলি এলাকায় বেড়েছে সংক্রমণ।

অন্যদিকে উত্তরবঙ্গে ‘অজানা জ্বর’ সংক্রমিত শিশুদের মৃত্যুর সংখ্যা ভয়াবহ বলেই জানাচ্ছেন চিকিৎসক ও চিকিত্‍সা পরিষেবা কর্মীরা। শুধুমাত্র শিলিগুড়িতে ৬৫ শিশুর মৃত্যু হয়। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলা হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যায় উদ্বিগ্ন সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

অভিযোগ, শিশুমৃত্যু ও করোনা সংক্রমণের বিষয়ে রাজ্য সরকারের নীরবতা নিয়েও। এরই মাঝে চলতি মাসে হবে চারটি বিধানসভার উপনির্বাচন। ভোটের প্রচার ও জনসভা থেকে সংক্রমণ আরও ছড়াবে বলেই আশঙ্কা।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss