বিশেষ প্রতিবেদন: আর কিছু ঘন্টা। সন্ধেয় অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের কাছে আছড়ে পড়বে ‘গুলাব’ (Cyclone Gulab)। শেষ আপডেট জানাচ্ছে যে, গোপালপুর থেকে ৩০০ কিমি দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। কলিঙ্গপত্তম থেকে দূরত্ব ৩৭০ কিমি।
রাজ্য়ে সরাসরি প্রভাব না পড়লেও আজ থেকে শুরু হয়েছে বৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গল ও বুধবার। ঝড় ক্রমেই তা পশ্চিম দিকে এগাচ্ছে। আজ বিকেলেই যা কলিঙ্গপত্তনম ও গোপালপুরের মধ্য দিয়ে প্রবেশ করার কথা।
আইএমডি-র তরফে কমলা সর্তকতা জারি করা হয়েছে পুরি, নয়াগড়, কালাহান্ডির মত জেলাগুলিতে। অর্থাৎ এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। হলুদ সর্তকতা জারি রয়েছে ভদ্রক, কেন্দ্রপাড়া, বালাসোর, কটক, সোনপুর, নোয়াপাড়া এলাকায়। এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি হবে।
অনুমান করা হচ্ছে আজ সন্ধ্যের সময় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় বইতে পারে। পুরী, কেন্দ্রপাড়া, কোরাপুট অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার। বাংলা, ওড়িশা, অন্ধ্র তিন রাজ্যেরই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না করা হয়েছে।
দুর্যোগের দিনে কলকাতা পুরসভার স্কুল বাড়ি ব্যবহারের পরামর্শ দিচ্ছে কলকাতা পুরসভা। বিপদজনক বা কাঁচা বাড়িতে যারা আছেন প্রয়োজনে তাদের পুরসভার স্কুলের সরানো হবে, এজন্য নির্দেশিকা জারি করেছে পুরসভা।