নিউজ ডেস্ক: ভারতের বিমান বাহিনী (Indian Air Force) নয়া প্রধান নিযুক্ত হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী৷ বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়ার ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন৷ তাঁরই জায়গায় নিযুক্ত হচ্ছেন এয়ার মার্শাল ভি আর চৌধুরী৷ তিনি বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ।
কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে বলেছে, এয়ার মার্শাল ভি আর চৌধুরী ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেন৷ কর্মজীবনে তিনি বিভিন্ন কমান্ড, কর্মী এবং নির্দেশমূলক হিসেবে নিযুক্ত ছিলেন৷
তিনি পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং বায়ুসেনা পদক লাভ করেছেন। ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর এয়ার চিফ মার্শাল ভাদৌরিয়া শীর্ষ পদে বসেন৷ তার ঠিক দুই বছর পর তিনি অবসর নিচ্ছেন৷
এয়ার মার্শাল চৌধুরীর ৩৮,০০০ ঘন্টারও বেশি সময় উড়ানের অভিজ্ঞতা রয়েছে৷ তিনি মিগ-২৯ যুদ্ধ বিমানের বিশেষজ্ঞ৷ তিনি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।