News Desk: বছর শেষে উৎসবের মরশুমে নিরাপত্তা যে বাড়ানো হবে তা আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে বড়দিনের উপচে পড়া ভিড় দেখে বর্ষবরণে নিরাপত্তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো।
মাঝে আর একদিন, তারপরেই নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দে মেতে উঠব শহরবাসী। এই পরিস্থিতিতে কোনোরকম বিপদ এড়াতে মেট্রো স্টেশন গুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
জানা গিয়েছে, আগামীকাল থেকেই এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান মেট্রো স্টেশনে আরও বেশি সংখ্যক আরপিএফে কর্মী মোতায়েন করা হবে। তৈরি করা হয়েছে ৫ টি ক্যুইক রেসপন্স টিম। কোনো বিপদের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে। শিশু ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরপিএফের মহিলাদের একটি দল সকাল ১১ টা থেকে উৎসবের শেষ মূহুর্তে পর্যন্ত মেট্রো স্টেশনে নজরদারি চালাবে।
উল্লেখ্য, বর্ষবরণ উপলক্ষে মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি, ভিড়ের সমস্যা মেটাতে টিকিট কাউন্টারে পর্যাপ্ত সংখ্যায় স্মার্ট কার্ড এবং টোকেন মজুত রাখা হচ্ছে।