Kolkata: মহানগরের নতুন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার বিনীত গোয়েল

News Desk: কলকাতা পুলিশের বর্তমান কমিশনার সৌমেন মিত্রের অবসরের পর কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নেবেন বিনীত গোয়েল। এই নামটা খুব একটা অপরিচিত নয়। চলতি বছর…

Kolkata: Binit Goel is the new acting police commissioner of the metropolis

News Desk: কলকাতা পুলিশের বর্তমান কমিশনার সৌমেন মিত্রের অবসরের পর কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নেবেন বিনীত গোয়েল। এই নামটা খুব একটা অপরিচিত নয়। চলতি বছর পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে ধরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। এবার তাঁর হাতেই কলকাতা পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার অবসর নেবেন বর্তমান কমিশনার সৌমেন মিত্র। আগামীকালই বেলা ১২ টায় নতুন নগরপালের দায়িত্ব তুলে নেবেন বিনীত গোয়েল। এর আগে পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রধান ছিলেন তিনি।

সৌমেন মিত্র কমিশনার হিসেবে যথেষ্ট সফল। তাঁর অবসরের পর কমিশনারের দায়িত্ব বিনীত গোয়েলের কাঁধে তুলে দিয়ে সফলতা ধরে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী।