নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদ জানাতে দেশজুড়ে রেল অবরোধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা। সংগঠনের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব জানিয়েছেন, লখিমপুরে ৪ কৃষককে পিষে মারার ঘটনার প্রতিবাদ জানাতে তাঁরা ১৮ অক্টোবর গোটা দেশজুড়ে রেল অবরোধ কর্মসূচি পালন করবেন। তবে শুধু রেল অবরোধ নয়, ওই ঘটনার প্রতিবাদে ১৫ অক্টোবর গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল পোড়াবেন তাঁরা।
উল্লেখ্য, গত রবিবার লখিমপুরে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস। ওই ঘটনায় চার কৃষক -সহ ৮ জনের মৃত্যু হয়। ইতিমধ্যেই ওই ঘটনায় স্বতঃপ্রণেদিত হয়ে একটি মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত।
এই মুহূর্তে দেশের রাজনীতিতে লখিমপুর এক বড় ইস্যু হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যেই কৃষকদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। সবার আগে লখিমপুরে পৌঁছেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক সংসদীয় প্রতিনিধিদল।
সংযুক্ত কিষাণ মোর্চা এদিন রেল অবরোধের ডাক দেওয়ার পর গোটা দেশের একাধিক কৃষক সংগঠন ওই অবরোধ কর্মসূচিতে সামিল হওয়ার কথা ঘোষণা করেছে। পাঞ্জাব ও হরিয়ানার একাধিক কৃষক সংগঠন জানিয়েছে, ১৮ অক্টোবর শুধু রেল নয়, তারা সড়কপথও অবরোধ করবে।