নিউজ ডেস্ক: আচমকা ডেঙ্গু আক্রান্ত লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুন মামলায় মূল অভিযুক্ত আশিস মিশ্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেরা চলাকালীন অসুস্থ হয় আশিস। চিকিৎসকরা জানান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে সে। দ্রুত আশিস কে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
বন্দি আশিস মিশ্রর পিতা অজয় মিশ্র স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারী। অভিযোগ, প্রবল প্রভাবশালী বিজেপি সাংসদ তাঁর প্রভাব খাটিয়ে পুত্র আশিসকে নির্দোষ প্রমাণে মরিয়া।
উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে বিক্ষোভ চলছিল। সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে ও সারা ভারত কৃষকসভা সহ বিভিন্ন কৃষক সংগঠন এই বিক্ষোভে অংশ নেয়। সেই জমায়েতের মাঝে প্রবল গতিতে গাড়ি চালিয়ে দেয় আশিস মিশ্র। মৃত্যু হয় কয়েকজন কৃষকের। উত্তেজিত কৃষকদের হামলায় গাড়িতে থাকা আরও দুজন মারা যায়। পালিয়ে যায় আশিস।
অভিযোগ, লখিমপুর খেরির ঘটনাকে আড়াল করতে ততপর উত্তর প্রদেশের বিজেপি সরকার। তবে কৃষক সংগঠনগুলির চাপের মুখে সরকার বিব্রত। সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হয়েছে তদন্ত। পলাতক থাকা অাশিস মিশ্র আত্মসমর্পণ করে। তার জেরা চলছে। এই জেরায় বারবার অসঙ্গতি ধরা পড়ছে বলে জানিয়েছে পুলিশ।
ক্রমাগত জেরার মু়খে ভেঙে পড়ছে আশিস। এর পরেই তার ডেঙ্গু ধরা পড়ল।