দার্জিলিং: চিতা এসে ঘুরঘুর করছিল ঘরে!

নিউজ ডেস্ক: কয়েকদিন ধরেই আনাগোনা করছিল পাহাড়ি চিতা। শনিবার একেবারে ঘরে ঢুকে বসে পড়ল। তবে অদ্ভুতভাবে কারোর উপর ঝাঁপিয়ে পড়েনি। ঘরভর্তি সবার সামনে বসে পড়ে।…

leopard

নিউজ ডেস্ক: কয়েকদিন ধরেই আনাগোনা করছিল পাহাড়ি চিতা। শনিবার একেবারে ঘরে ঢুকে বসে পড়ল। তবে অদ্ভুতভাবে কারোর উপর ঝাঁপিয়ে পড়েনি। ঘরভর্তি সবার সামনে বসে পড়ে। কেউ কেউ গায়ে হাত বুলিয়ে দেন। ঘটনাস্থল দার্জিলিং জেলার সোনাদা।

সোনাদার কাছেই মুন্ডা চা বাগানের বস্তি থেকে চিতাটি বন বিভাগের জোড়বাংলো রেঞ্জের কর্মীরা ধরেন। তার জন্য খাঁচা তৈরি করা হয়। তবে চিতা খাঁচা বন্দি করার সময় একজনকে অল্প জখম করেছে।

বনকর্মীরা জানান, এই পাহাড়ি চিতা ক্রমে হিংস্র হয়ে উঠত। কারণ এর চরিত্রে মানুষখেকো লক্ষণ আসছিল। কিন্তু স্থানীয় বস্তির যে বাড়িতে চিতা ঢুকেছিল তাদের সঙ্গে পোষ্যর মতো আচরণ করে। এমনই দেখা যাচ্ছে ভিডিওতে। চিতাটি উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জানিয়েছেন বনকর্মীরা।

দার্জিলিং জেলার পার্বত্যাঞ্চলে চিতাকটিয়াদী সংখ্যা কটি তার পুরো হিসেবে নেই বনবিভাগের কাছে। তবে চিতার সংখ্যা ডুয়ার্সের জঙ্গল ও ভুটান সংলগ্ন নদী তীরবর্তী জঙ্গলে বেশি দেখা যায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং জেলার বনেও মিলেছে চিতা ও ব্ল্যাক প্যান্থার।