13 C
London
Saturday, June 3, 2023
Homeনগর দর্পণতালিবানি জমানায় আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে না ওঠে বললেন মোদী

Latest Posts

তালিবানি জমানায় আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হয়ে না ওঠে বললেন মোদী

- Advertisement -

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: তালিবানি জমানায় আফগানিস্তান যেন সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে পরিণত না হয় সে বিষয়ে সকলকেই খেয়াল রাখতে হবে। গোটা দুনিয়া দেখছে, তালিবান কাবুলের ক্ষমতা দখলের পরেই সে দেশে মানবিক পরিষেবা পুরোপুরি ভেঙে পড়েছে। তাই আফগান নাগরিকদের জন্য যাতে জরুরি ও মানবিক পরিষেবাগুলি পুরোপুরি বজায় থাকে সেটা নিশ্চিত করা দরকার। জি-২০ শীর্ষ সম্মেলনে নিজের ভাষণে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনাজনিত কারণে প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়াল বক্তৃতা দেন। সেখানেই তিনি বলেন, আফগানিস্তানে ক্ষমতা চলে গিয়েছে জঙ্গিদের হাতে। আর এই জঙ্গিগোষ্ঠীকে মদত জুগিয়ে চলেছে আমাদের প্রতিবেশী এক দেশ। প্রতিবেশী এই দেশ যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, সন্ত্রাসবাদীরা সেখানে নিরাপদে থাকে এটা সবাই জানে। কাজেই এই দুই দেশ যদি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বের পক্ষেই সেটা এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। সরাসরি নাম না করলেও প্রতিবেশী দেশ বলতে মোদি পাকিস্তানকেই নিশানা করেছেন বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

- Advertisement -

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, আফগানিস্তানের মানুষ যাতে তাঁদের সমস্ত অধিকার বজায় রাখতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা দরকার আফগানিস্তানের উন্নয়নে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক সরকার গঠন খুবই জরুরি।

আমাদের মনে রাখতে হবে, কোনও প্রতিবেশী যদি দুর্বল ও অনুন্নত হয়ে পড়ে তবে পড়শিরাও খুব সুখে শান্তিতে থাকতে পারবে না। তাই দুর্বল প্রতিবেশীকে সবল করে তোলা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে, যাতে আফগানিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়। জঙ্গিরা যাতে না সে দেশের মাটি ব্যবহার করে অন্য কোনও দেশে নাশকতা চালাতে পারে। সকলেরই মনে রাখা উচিত, সন্ত্রাসবাদীদের কোন জাত হয়না। তাদের মধ্যে কোন ভাল মন্দ হয় না। তাদের একটাই পরিচয়, তারা শুধু ধ্বংস করতে পারে। তাই সন্ত্রাসবাদীদের যদি রমরমা হয় সেটা শুধু আফগানিস্তানের জন্য নয় গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। মানুষের রাতের ঘুম কেড়ে নেবে জঙ্গিরা ।

সম্প্রতি আফগানিস্তানে তালিবান ও আইএস খোরাসান জঙ্গি গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই চলছে। আইএস (কে) তালিবানের চেয়েও অনেক বেশি উগ্র। দুই জঙ্গিগোষ্ঠীর এই লড়াইয়ে প্রাণ যাচ্ছে নিরীহ আফগানবসীর। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জি-২০ মঞ্চে মোদির ভাষণকে স্বাগত জানিয়েছে গোটা দুনিয়া। আমেরিকার পক্ষ থেকেও সন্ত্রাসবাদ নিয়ে একই রকম উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

- Advertisement -

Video News

Top News Headlines

Latest Posts

Don't Miss