WB Municipal Election: বাড়ছে করোনা, পুরভোট পিছানোর আর্জি

নিউজ ডেস্ক : রাজ্যে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যার ফলে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুরভোট (West Bengal Municipal Election 2022)…

high court

নিউজ ডেস্ক : রাজ্যে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। যার ফলে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পুরভোট (West Bengal Municipal Election 2022) পিছানোর আবেদন করা হল। মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সমাজকর্মী বিমল ভট্টাচার্য আদালতে আবেদনে জানান, রাজ্যে দিনে ৯ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি আদালতের হস্তক্ষেপ চেয়ে আসন্ন পুরনির্বাচন পিছনোর আবেদন জানান। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা।

আবেদনে বলা হয়েছে, রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ৯ হাজারের বেশি। এই অবস্থায় আগামী ২২ জানুয়ারি রাজ্যের চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri) এবং আসানসোল (Asansol) পুরসভায় নির্বাচন রয়েছে। তা কতটা যুক্তিযুক্ত তা নিয়েই প্রশ্ন উঠছে।